
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: আগামী দুই সপ্তাহের মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে মস্কোর বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞার ইঙ্গিতও দিয়েছেন তিনি।
স্থানীয় সময় শুক্রবার (২২ আগস্ট) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
এ সময় ট্রাম্প রুশ হামলায় ইউক্রেনে অবস্থিত মার্কিন কারখানার ক্ষয়ক্ষতি নিয়েও হতাশা প্রকাশ করেন। নিষেতিনি বলেন, ‘আমি এতে খুশি নই এবং এই যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয় নিয়েই আমি খুশি নই।’
তিনি বলেন, ‘আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা বুঝতে পারব যে এটি কোন দিকে যাচ্ছে। এবং আমার খুব খুশি হওয়া উচিত।’
দুই সপ্তাহের মধ্যে কী হবে—তা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘আমি কী করব সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে যাচ্ছি, এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে চলেছে। এটি হলো- বিশাল নিষেধাজ্ঞা বা বিশাল শুল্ক বা উভয়ই অথবা আমরা বলবো, আমাদের এতে কোনো লেনাদেনা নেই, এটি আপনাদের যুদ্ধ?’
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ইউক্রেন যুদ্ধ অবসানের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। তিনি উভয় পক্ষের সাথে বেশ কয়েক দফা আলোচনা করেছেন, যার মধ্যে গত ১৫ আগস্ট আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে একটি শীর্ষ সম্মেলনও রয়েছে। এছাড়া তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একটি বৈঠকের প্রস্তুতিও ঘোষণা করেছেন।
শুক্রবার সকালেই তিনি আশাবাদ ব্যক্ত করেছিলেন যে, উভয় পক্ষই অবশেষে একত্রিত হতে পারে।
ওয়াশিংটনের পিপলস হাউস জাদুঘর পরিদর্শনকালে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা দেখব পুতিন এবং জেলেনস্কি একসঙ্গে কাজ করবেন কিনা। এটা কিছুটা তেল এবং ভিনেগারের মতো। স্পষ্ট কারণেই তাদের মধ্যে খুব একটা মিল নেই, তবে আমরা দেখব।’
নিউজ ডেস্কঃ ভারতের সুপ্রিম কোর্টের ইতিহাসে আবারও এক বাঙ...
নিউজ ডেস্কঃ ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরাইলি...
আন্তর্জাতিক ডেস্ক: পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ মেটাত...
আন্তর্জাতিক ডেস্কঃ এক সময় বসনিয়া ও হার্জেগোভিনার কুপ্রেস পৌর...
নিউজ ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার অবৈধ বাংলাদেশি অভ...
মন্তব্য (০)