• সমগ্র বাংলা

শীতলক্ষ্যায় জেগে উঠা চর দখল করে নির্মাণ করা অবৈধ দোকানপাট ভেঙে দিয়েছে প্রশাসন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যার পাড়ে জেগে ওঠা চর জবরদখল করে নির্মাণ করা অবৈধ দোকানপাট ভেঙে গুড়িয়ে দিয়েছে শ্রীপুর উপজেলা প্রশাসন। অভিযোগ রয়েছে ঘাট ইজারাদার আক্তার হোসেন খান দখল বাণিজ্যের সঙ্গে জড়িত। অভিযানের খবর শুনে আক্তার হোসেন পালিয়ে যায়। 

বুধবার (৬ আগস্ট) দুপুরে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে অভিযান পরিচালনা করে শীতলক্ষ্যার চরের অবৈধ দোকানপাট ভেঙে গুড়িয়ে দেয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, একটি চক্র শীতলক্ষ্যার চর দখল করতে উঠে পড়ে লেগেছে। এরই ধারাবাহিকতায় ঐ চক্রটি নদীর চর দখল করে দোকানপাট নির্মাণ করে। এতে একদিকে নদীর সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে অপর দিকে নদী দখল হয়ে যাচ্ছে । প্রশাসনের এই উচ্ছেদের  ফলে নদী ও চরের সৌন্দর্য ফিরে আসবে।

অভিযুক্ত আকতার হোসেন খানের সঙ্গে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি।

নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরী বলেন, শীতলক্ষ্যা নদীর চর জবরদখল করার পরপরই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। আজ উচ্ছেদ হলো বিষয়টি সত্যিই প্রশংসনীয়। এ কাজের ধারা ভবিষ্যতে অব্যহত থাকুক।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতাহার শাকিল বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নির্দেশনায় শীতলক্ষ্যা নদীর চরে অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে গড়ে তোলা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে অবৈধ দোকানপাট। নদী হলো সরকারের সম্পদ,  এখানে কেউ জবরদখল করতে পারবে না। যারাই নদী দখল করতে আসবে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

 

মন্তব্য (০)





image

নওগাঁয় বাংলা ইশারা ভাষা প্রশিক্ষণ সম্পন্ন

নওগাঁ প্রতিনিধিঃ প্রথমবারের মতো নওগাঁয় অনুষ্ঠিত দুইদিনব্যাপী বাংলা ইশারা...

image

নওগাঁর দুই সীমান্তে ১৮ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট ও সাপাহার সীমান্ত দিয়ে নারী...

image

লালমনিরহাটে বন্যার্তদের মাঝে বিএনপির সহায়তা প্রদান

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে তিস্তা এলাকার বন্যা কবলিত...

image

‎সাংবাদিক তুহিন হত্যায় থানায় মামলা, আটক ৫

নিউজ ডেস্কঃ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে...

image

‎উলিপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ট্রাক ও মোটরসা...

  • company_logo