• সমগ্র বাংলা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে চাটমোহরে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের ক্ষমতাচ্যুতির বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে সাবেক এমপি কে, এম, আনোয়ারুল ইসলামের বাসভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যদেন পাবনা-৩ ( চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কে, এম, আনোয়ারুল ইসলাম।

উপজেলা বিএনপি নেতা ও গুনাইগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ জোয়াদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা বিএনপি নেতা আব্দুল কুদ্দুস আলো মাস্টার, মথুরাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, এ্যাডভোকেট আশরাফুজ্জামান হালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রেজাউল করিম, গোলজার হোসেন, বজলাল হোসেন, আব্দুল কুদ্দুস রেজা মেম্বার, আফজাল হোসেন মেম্বার, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রনি সরকার প্রমূখ।

আলোচনা সভাটি পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লেবু।

বক্তাগণ বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন। তারা ভাড়াটিয়া প্রার্থী নয়, ৫ বার দলীয় মনোনয়ন প্রাপ্ত পরীক্ষিত নেতা সাবেক এমপি আলহাজ্ব কে, এম, আনোয়ারুল ইসলামকে পাবনা-৩ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করার জন্য তারেক রহমানের প্রতি দাবী জানান।

উপজেলা বিএনপি, পৌর বিএনপি, বিভিন্ন পর্যায়ের যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল নেতাকর্মীরা আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন। আলোচনা সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পাঠানপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. মনোয়ার হোসেন।

মন্তব্য (০)





image

নওগাঁয় বাংলা ইশারা ভাষা প্রশিক্ষণ সম্পন্ন

নওগাঁ প্রতিনিধিঃ প্রথমবারের মতো নওগাঁয় অনুষ্ঠিত দুইদিনব্যাপী বাংলা ইশারা...

image

নওগাঁর দুই সীমান্তে ১৮ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট ও সাপাহার সীমান্ত দিয়ে নারী...

image

লালমনিরহাটে বন্যার্তদের মাঝে বিএনপির সহায়তা প্রদান

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে তিস্তা এলাকার বন্যা কবলিত...

image

‎সাংবাদিক তুহিন হত্যায় থানায় মামলা, আটক ৫

নিউজ ডেস্কঃ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে...

image

‎উলিপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ট্রাক ও মোটরসা...

  • company_logo