
ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : লিগ শিরোপা পুনরুদ্ধারে ব্রাজিলের হাইপ্রোফাইল কোচ সার্জিও ফারিয়াসকে আনছে কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য সোমবার ছিল খেলোয়াড় ও কোচ নিবন্ধনের শেষ দিন।
এএফসি পোর্টালে কিংস ব্রাজিলীয় কোচ ফারিয়াসের নাম দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কিংসের সভাপতি ইমরুল হাসান। এদিকে কিউবা মিচেলকে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে কিংস নিবন্ধন করেছে। এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য সোমবার ছিল নিবন্ধনের শেষ দিন। কিংস কিউবা মিচেলকে রেজিস্ট্রেশন করিয়েছে।
কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘কিউবা মিচেল কিংসের হয়ে খেলবে। তিন-চারদিনের মধ্যে সে ঢাকায় আসবে।’ মিচেল ইংল্যান্ডের সান্ডারল্যান্ডের সঙ্গে ছিলেন।
২০১৮ সাল থেকে কিংস প্রিমিয়ার লিগ খেলছে। টানা পাঁচ বছর স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনের অধীনে খেলেছে দলটি। অস্কার বিদায় নেওয়ার পর রুমানিয়ার কোচ ভ্যালেরি তিতে ছিলেন গত মৌসুমে দায়িত্বে। তার অধীনে কিংস ফেডারেশন কাপ ও চ্যালেঞ্জ কাপ জিতলেও এএফসি চ্যালেঞ্জ লিগ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে সফল হয়নি।
ফলে এবার কিংস কোচ বদলেছে। কয়েক মাস খোঁজাখুঁজির পর ব্রাজিলের কোচকে চূড়ান্ত করেছে তারা। কুয়েত, কাতার, মিসর, থাইল্যান্ড, চীন, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়ার ক্লাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ফারিয়াসের।
২০০৯ সালে তিনি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কোরিয়ান ক্লাব পোহাং স্টিলার্সকে চ্যাম্পিয়ন করান। দক্ষিণ আমেরিকাতেও তার সাফল্য রয়েছে। ব্রাজিল অ-১৭ ও ২০ দলেও কোচিং করিয়েছেন ফারিয়াস। ব্রাজিলের বিখ্যাত ক্লাব সান্তোসের অ-২০ দলেও কোচিং করিয়েছেন ফারিয়াস।
স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আসন্ন টি-টোয়েন্টি সংস্করণে...
স্পোর্টস ডেস্ক : এএফসি অনূর্ধ্ব-১৭ ছেলেদের চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে কঠ...
নিউজ ডেস্কঃ ঐতিহাসিক এক অর্জনের খুব কাছাকাছি চলে এসেছে ...
স্পোর্টস ডেস্ক : এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম ম্য...
স্পোর্টস ডেস্ক : সাগরিকার জোড়া গোলে লাওসের বিপক্ষে জয় পেল বাংলাদেশ অনূ...
মন্তব্য (০)