• খেলাধুলা

রেকর্ড গড়ল বাংলাদেশ, ইতিহাস-সেরা র‍্যাঙ্কিংয়ের খুব কাছে

  • খেলাধুলা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ঐতিহাসিক এক অর্জনের খুব কাছাকাছি চলে এসেছে বাংলাদেশ। নিজেদের সেরা র‍্যাঙ্কিং থেকে দলের দূরত্বটা এখন মোটে ৩ ধাপের। ফিফা প্রকাশিত সবশেষ র‍্যাঙ্কিংয়ে এই খবর পেল বাংলাদেশ নারী ফুটবল দল।

‎রেকর্ড অবশ্য ইতোমধ্যেই একটা গড়ে ফেলেছে বাংলাদেশ। আজ ফিফার প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে দেখা গেছে বাংলাদেশ এগিয়েছে ২৪ ধাপ। বর্তমানে বাংলাদেশের অবস্থান ১০৪তম স্থানে। রেটিং পয়েন্টে যোগ হয়েছে ৮০টি পয়েন্ট।

‎রেকর্ডটা তাতেই গড়া হয়ে গেছে। নিজেদের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় লাফটা এবারই দিল বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগে নিজেদের সবচেয়ে বড় লাফ এসেছিল ২০১৭ সালে, সেবারের মার্চের হালনাগাদে ১১ ধাপ এগিয়েছিল বাংলাদেশ। তবে এবার লাফ সেসব ছাড়িয়ে গেল। এবারের র‍্যাঙ্কিং হালনাগাদেও বাংলাদেশের চেয়ে বড় লাফ দেয়নি আর কোনো দল।

‎সবশেষ হালনাগাদে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ১০৯৯.৩৬। এবারের হালনাগাদে তা বেড়ে হয়ে গেছে ১১৭৯.৮৭। এমন বড় অর্জনের পেছনে আছে বাংলাদেশ দলের এশিয়ান কাপ বাছাইপর্বের পারফর্ম্যান্স।

‎মিয়ানমারে অনুষ্ঠিত এই বাছাইপর্বে বাংলাদেশ টানা তিন ম্যাচে হারিয়েছে বাহরাইন, মিয়ানমার ও তাজিকিস্তানকে। যার ফলে এশিয়ান কাপে প্রথমবারের মতো জায়গা করে দিয়েছে বাংলাদেশকে। দলের সামনে চলে এসেছে বিশ্বকাপের হাতছানিও।

‎এরপর এল এই র‍্যাঙ্কিং হালনাগাদের খবর। তবে ইতিহাস গড়তে হলে বাংলাদেশকে এগোতে হবে আরও ৫ ধাপ। বাংলাদেশ নিজেদের ইতিহাসে দুবার ১০০তম অবস্থানে উঠেছে। প্রথমবার ২০১৩ সালে, দ্বিতীয়বার ২০১৭ সালে।

‎সে জায়গায় যেতে হলে অবশ্য বাংলাদেশকে বেশ কাঠখড় পোড়াতে হবে। ৯৯তম স্থানে থাকা ডমিনিকান রিপাবলিকের নামের পাশে আছে ১২০১.০৫ পয়েন্ট। বাংলাদেশকে সেখানে যেতে হলে অর্জন করতে হবে আরও ২৩ পয়েন্ট।

‎এই র‍্যাঙ্কিং হালনাগাদের পর ফিফার পরবর্তী র‍্যাঙ্কিং প্রকাশিত হবে ১১ ডিসেম্বর ২০২৫। তার আগে এই ২৩টি রেটিং পয়েন্ট অর্জন করতে পারে কি না বাংলাদেশ, সেটাই এখন দেখার বিষয়।

মন্তব্য (০)





image

এনসিএলে খেলবেন তামিম-মুশফিক-রিয়াদ

স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আসন্ন টি-টোয়েন্টি সংস্করণে...

image

এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : এএফসি অনূর্ধ্ব-১৭ ছেলেদের চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে কঠ...

image

সাগরিকা-মুনকির গোলে লাওসকে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম ম্য...

image

সাগরিকার জোড়া গোলে বাংলাদেশের জয়

স্পোর্টস ডেস্ক : সাগরিকার জোড়া গোলে লাওসের বিপক্ষে জয় পেল বাংলাদেশ অনূ...

image

দ.আফ্রিকাকে উড়িয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজে টাইগার যুবাদের আরও একটি জয়। দক্ষিণ আফ্...

  • company_logo