• খেলাধুলা

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলে র‌্যাঙ্কিংয়েও মিলতে পারে বড় সুখবর

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ ঘরের মাঠে দারুণ ফর্মে রয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দল। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে টানা জয় তুলে নিয়ে আগেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এখন লক্ষ্য সিরিজের শেষ ম্যাচে জিতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা। আর এই জয়ে শুধু সিরিজ জেতাই নয়, র‌্যাঙ্কিংয়েও মিলতে পারে বড় সুখবর।

বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে দশম স্থানে, আর পাকিস্তান রয়েছে অষ্টম অবস্থানে। সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ২২০। প্রথম ম্যাচে ৭ উইকেটের জয় এবং দ্বিতীয় ম্যাচে দাপুটে পারফরম্যান্সের ফলে দুই দলের পয়েন্ট ব্যবধানে পরিবর্তন এসেছে।

যদি বাংলাদেশ সিরিজের শেষ ম্যাচটিও জিতে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে পারে, তবে টাইগারদের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে ২২৩। একই পয়েন্টে রয়েছে নবম স্থানে থাকা আফগানিস্তানও। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকলে বাংলাদেশ উঠে যেতে পারে এক ধাপ ওপরে—নবম স্থানে। এতে করে র‌্যাঙ্কিংয়ে আফগানিস্তান চলে যাবে দশম স্থানে।

অন্যদিকে, হোয়াইটওয়াশের শিকার হলে পাকিস্তানের রেটিং পয়েন্ট ৪ পয়েন্ট কমে যাবে। তবে এতে করে তাদের অবস্থান বদলাবে না, অর্থাৎ তারা অষ্টম স্থানেই থাকবে।

বাংলাদেশ যদি সিরিজ ২-১ ব্যবধানে জেতে, তাহলে টাইগারদের রেটিং পয়েন্ট বাড়বে ১ এবং পাকিস্তানের কমবে ২ পয়েন্ট। তবে তাতেও দুই দলের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না। আর যদি পাকিস্তান শেষ ম্যাচে জিতে সিরিজ ২-১ ব্যবধানে শেষ হয়, তবে উভয় দলের রেটিং ও র‌্যাঙ্কিং থাকবে অপরিবর্তিত।

তাই সিরিজের শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য শুধুই মর্যাদার নয়, এটি হতে পারে র‌্যাঙ্কিংয়ে উন্নতির বড় সুযোগও। এখন দেখার বিষয়—শেষ ম্যাচে টাইগাররা পারে কি না সেই কাঙ্ক্ষিত হোয়াইটওয়াশের কাজটি সম্পন্ন করতে।  

 

মন্তব্য (০)





image

এনসিএলে খেলবেন তামিম-মুশফিক-রিয়াদ

স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আসন্ন টি-টোয়েন্টি সংস্করণে...

image

এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : এএফসি অনূর্ধ্ব-১৭ ছেলেদের চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে কঠ...

image

রেকর্ড গড়ল বাংলাদেশ, ইতিহাস-সেরা র‍্যাঙ্কিংয়ের খুব কাছে

নিউজ ডেস্কঃ ঐতিহাসিক এক অর্জনের খুব কাছাকাছি চলে এসেছে ...

image

সাগরিকা-মুনকির গোলে লাওসকে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম ম্য...

image

সাগরিকার জোড়া গোলে বাংলাদেশের জয়

স্পোর্টস ডেস্ক : সাগরিকার জোড়া গোলে লাওসের বিপক্ষে জয় পেল বাংলাদেশ অনূ...

  • company_logo