
ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ নেইমার মানেই চমক। ফুটবল মাঠে হোক কিংবা মাঠের বাইরে, ভক্তদের অবাক করা যেন তার অভ্যাসে পরিণত হয়েছে। এবার নিজের বিলাসবহুল সংগ্রহে যোগ করলেন এক অনন্য গাড়ি—ডার্ক নাইট ট্রিলজির বিখ্যাত ব্যাটমোবাইল!
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা-র প্রতিবেদনে জানা গেছে, নেইমার যে গাড়িটি কিনেছেন, সেটি মূলত হলিউড স্টুডিও ওয়ার্নার ব্রাদার্স নির্মিত ব্যাটমোবাইলের একটি সীমিত সংস্করণ—বিশ্বে যার সংখ্যা মাত্র ১০টি। ব্যাটম্যান চরিত্রের ৮৫ বছর পূর্তি উপলক্ষে বানানো এই গাড়িটির ডিজাইন নেওয়া হয়েছে ক্রিস্টোফার নোলানের ‘ডার্ক নাইট’ ট্রিলজি থেকে, যেখানে ব্যাটম্যান চরিত্রে ছিলেন ক্রিশ্চিয়ান বেল।
মূল দাম প্রায় ৩০ লাখ ডলার হলেও, নেইমার গাড়িটি কিনেছেন অর্ধেক দামে—১৫ লাখ ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ১৮ কোটি টাকা!
দৈত্যাকার এই টাম্বলার ব্যাটমোবাইলটি ৪.৬৫ মিটার লম্বা এবং ২.৮ মিটার চওড়া। স্টিল ফ্রেমে মোড়ানো গাড়িটির গায়ে ব্যবহৃত হয়েছে কার্বন ফাইবার ও কেভলার। ভেতরে রয়েছে ৬.২ লিটার ভি৮ ইঞ্জিন, যা উৎপাদন করে ৫২৫ হর্সপাওয়ার।
সবচেয়ে বিস্ময়কর বিষয়, সিনেমার মতো অদ্ভুত সব ফিচার এতে বিদ্যমান: ধোঁয়া বোমা নিক্ষেপের ব্যবস্থা, রেপ্লিকা জেট ইঞ্জিন, মেশিনগানের রূপে সাজানো অকার্যকর অস্ত্র, স্বয়ংক্রিয় স্পয়লার এবং ব্যাটম্যান-রবিন ককপিট স্টাইলের দুই আসনের বিশেষ সিটিং অ্যারেঞ্জমেন্ট।
তবে দুঃখজনক হলেও সত্যি, এত অভিনব একটি গাড়ি নেইমার চালাতে পারবেন না ইউরোপ বা ব্রাজিলের কোনো রাস্তায়ই। দুই জায়গাতেই এ ধরনের যান চলাচল নিষিদ্ধ। তাই এই ব্যাটমোবাইল শুধু শোভা বাড়াবে নেইমারের বিশাল গ্যারাজের। যেখানে আগে থেকেই জায়গা দখল করে আছে অডি আর৮ স্পাইডার, ফেরারি পুরোসাঙে, বেন্টলি কন্টিনেন্টাল, অ্যাস্টন মার্টিন ডিবিএক্স ও ল্যাম্বরগিনি হুরাকানের মতো একঝাঁক দামী গাড়ি।
নেইমারের ব্যাটম্যান-প্রীতি অবশ্য নতুন নয়। তার পিঠে খোদ ব্যাটম্যান লোগোর ট্যাটুও রয়েছে। এমনকি ২০২২ সালে দ্য ব্যাটম্যান সিনেমার প্রিমিয়ারে অংশ নিয়েও বসেছিলেন রবার্ট প্যাটিনসনের ব্যাটমোবাইলে।
Celebrity Net Worth-এর হিসাব অনুযায়ী, নেইমারের মোট সম্পদের পরিমাণ প্রায় ৩৫ কোটি ডলার। পিএসজিতে খেলার সময় তার বার্ষিক আয় ছিল ৭ কোটি ৮০ লাখ ডলার, পরে সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে বছরে ১৬ কোটি ৩৭ লাখ ডলারের চুক্তি করেন। যদিও মেয়াদ শেষ হওয়ার আগেই ক্লাব ছেড়ে দেন। তবুও বিদায়বেলায় পকেটে ঢোকে আরও ১১ কোটি ৫০ লাখ ডলার।
পিউমা, প্যানাসনিক, রেড বুল ও বিটসের মতো ব্র্যান্ডের সঙ্গে চুক্তি থেকে প্রতি বছর তিনি আয় করেন প্রায় ৩ থেকে ৪ কোটি ডলার।
তার বিলাসবহুল সম্পদের তালিকায় রয়েছে দুবাইয়ের ৫ কোটি ডলারের পেন্টহাউস, যুক্তরাষ্ট্রের মায়ামিতে বিশাল সম্পত্তি এবং নিজ দেশের ব্রাজিলে ব্যক্তিগত একটি দ্বীপ।
ব্যাটম্যান-ভক্ত এই ফুটবল তারকা যেন বাস্তব জীবনের সুপারহিরোই বটে—অন্তত বিলাসবহুল জীবনের মাপকাঠিতে।
স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আসন্ন টি-টোয়েন্টি সংস্করণে...
স্পোর্টস ডেস্ক : এএফসি অনূর্ধ্ব-১৭ ছেলেদের চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে কঠ...
নিউজ ডেস্কঃ ঐতিহাসিক এক অর্জনের খুব কাছাকাছি চলে এসেছে ...
স্পোর্টস ডেস্ক : এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম ম্য...
স্পোর্টস ডেস্ক : সাগরিকার জোড়া গোলে লাওসের বিপক্ষে জয় পেল বাংলাদেশ অনূ...
মন্তব্য (০)