• খেলাধুলা

যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হয়ে বিসিবির নেতৃত্বে আসুক: তামিম ইকবাল

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন সামনে রেখে দেশের ক্রিকেট নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি চান, এই নির্বাচনে যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হয়ে বিসিবির নেতৃত্বে আসুক। বিশেষ করে যারা তৃণমূল পর্যায়ে, অর্থাৎ জেলা ও বিভাগীয় ক্রিকেটের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন, তাদেরকেই বোর্ডের দায়িত্বে দেখতে চান তামিম।

শনিবার (৩ মে) জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তামিম তার এই অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন,‘আমি ছোট হয়ে আপনাদের একটা জিনিস অনুরোধ করব, যারা ক্রিকেটকে প্রতিনিধিত্ব করার জন্য যোগ্য, জেলা থেকে হোক বা বিভাগ থেকে হোক, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়া আছে, যাদের একটা স্বপ্ন আছে যে— আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই। আমি এটাই অনুরোধ করব যে তাদেরকেই সিলেক্ট করা হোক।’

অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা উল্লেখ করে তামিম জানান, অনেক সময় দেখা গেছে জেলা বা বিভাগ থেকে আসা সংগঠকরা বোর্ডের পরিচালক হওয়ার পর নিজেদের অঞ্চলের ক্রিকেটের কথা ভুলে যান। তিনি আক্ষেপ করে বলেন,‘অতীতে আমি অনেকবার দেখেছি কেউ যখন জেলা বা বিভাগ থেকে আসেন ক্রিকেট বোর্ডে। পরবর্তীতে ওনারা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হয়ে যান, জেলা-বিভাগকে ভুলে যান।’

জেলা পর্যায়ের ক্রিকেটের করুণ দশার চিত্র তুলে ধরে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন,‘এমন অনেক জেলায় গিয়েছি আমি কয়েকদিন আগে, বরিশালেও গিয়েছি, এসব জায়গায় স্ট্যান্ডার্ড মানের একটা ক্রিকেট লিগও হয় না। অথচ ক্রিকেটকে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় খেলা মনে করি।’

ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিতে ইচ্ছুক সংগঠকদের উদ্দেশ্যে তামিমের স্পষ্ট বার্তা,‘সবচেয়ে বড় খেলায় যদি এমনটা হয় কেউ যদি নিজের জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করে তাহলে তার বোর্ডে আসার প্রয়োজন নেই।’

মন্তব্য (০)





image

আইসিসির মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় মিরাজ

স্পোর্টস ডেস্কঃ ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ জিততে পা...

image

নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের অধিনায়ক নুরুল হাসান সোহান

স্পোর্টস ডেস্কঃ দল ঘোষণার পাঠ আগেই সেরেছে বিসিবি। বাকি ছিল অধিনায়ক নির্ব...

image

পাক-ভারত সম্পর্কের টানাপোড়েনে অনিশ্চয়তায় এশিয়া কাপ

স্পোর্টস ডেস্কঃ ভারতের জম্মু-কাশ্মীরের পহেলগাওঁয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার...

image

আফ্রিদির সন্ত্রাসীদের সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে : বিএসএফ

কাশ্মীর ইস্যুতে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত-পাকিস্তানের মধ্যে। পেহেলগামে ২৬ জন নিহত হওয়ার ঘটন...

image

চট্টগ্রাম টেস্ট: মিরাজের সেঞ্চুরিতে বড় লিডের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ দল যখন খাদের কিনারে, তখন ব্যাটিংয়ে নামেন মেহেদী...

  • company_logo