• শিক্ষা

পাবনার চাটমোহরে ১৩ জন এসএসসি পরীক্ষার্থী বহিস্কার!

  • শিক্ষা
  • ১০ ফেব্রুয়ারী, ২০২০ ১১:১৫:১৮

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:  কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত চলতি এসএসসি (ভোক.) পরীক্ষায় পাবনার চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন হাইস্কুল কেন্দ্রে অসুদউপায় অবলম্বনের দায়ে রবিবার ১৩ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এই পরীক্ষা কেন্দ্রের ভেন্যু চাটমোহর সরকারি কলেজে অনুষ্ঠিত গণিত পরীক্ষা চলাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকতেখারুল ইসলাম নকল করার দায়ে এসকল পরীক্ষার্থীকে বহিস্কার করেন। এরমধ্যে চাটমোহর সরকারি আরসিএন্ড এন্ড বিএসএন হাইস্কুলের ১১জন ও চরনবীন হামিদা মমতাজ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২ জন পরীক্ষার্থী রয়েছে। ভেন্যু কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্র্মকর্তা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ হাসানুজ্জামান ও কেন্দ্রের সহকারী কেন্দ্র সচিব চরনবীন হামিদা মমতাজ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকরাম হোসেন বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য ( ০)





  • company_logo