• সমগ্র বাংলা

সরকারি সেডঘর দখল করে কাঠ খড়ির  রমরমা ব্যবসা বানিজ্য!

  • সমগ্র বাংলা
  • ২১ জানুয়ারী, ২০২০ ১৪:৪২:৩০

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:  পাবনা জেলার চাটমোহর পৌর সদরের আফ্রাতপাড়া বাসট্যান্ড এলাকার পৌর সরকারি (সাহেব বাজার) সেডঘরের মাছ বাজারে অবৈধ ভাবে দখল করে রীতিমত ব্যবসা বানিজ্য চালিয়ে যাচ্ছে মোঃ খসরু প্রাং। ব্যবসায়ী খসরু প্রাং দীর্ঘ দেড় বছর যাবত সরকারি এ সেড ঘরে  স্থানীয় দুই এক জনকে মেনেজ করে চারচালা সেড ঘরে কাঠ,বাটাম,পাইর, রুয়ে,খড়ি,মুরগির খোয়ার,কবুতরের খোয়াড় সহ বিভিন্ন আসবাপত্র অবাধে বিক্রি করে যাচ্ছেন এই ব্যবসায়ী। যার কোন ট্রেড লাইসেন্স বা চাটমোহর ব্যবসায়ী সমিতির কোন কাগজ পত্র নেই। তিনি ব্যবসা করেন,কিন্তু ব্যবসায়ী সমিতির কোন সদস্য পদে তার কোন নাম নেই। যেখানে থাকতো মাছের বাজার,গোসতের দোকান, তরকারির দোকান সেখানে এই সমস্ত কাঠের তৈরি জিনিষ বানিয়ে রীতিমত ব্যবসা চালিয়ে যাচ্ছেন। যার কারনে কোন মাছের দোকান ও গোসতের দোকান এখন আর বসেনা। পুরা চারচালার এই ঘরে যদি আগের মত সকল কাঁচাবাজার, মাছের বাজার, গোসতের বাজার বসে তাহলে এই এলাকার মানুষের আর কষ্ট করে বা পাঁয়ে হেটে থানা বাজারে যেতে হবে না সকলকিছুই একান থেকেই সল্প খরচেই ক্রয় করতে পারবেন। তাই সরকার ও কর্তৃপক্ষের কাছে এলাকাবাসির অভিযোগ দূত একটু নজর দিলে পুনরায় আবার এই পৌরসদরের সরকারি সেডঘরে মাছ,গোসত,ও তরকারির দোকান সচল থাকবে।

মন্তব্য ( ০)





  • company_logo