• সমগ্র বাংলা

আশুলিয়ায় ইটভাটায় অভিযান, ৪০ লাখ টাকা জরিমানা

  • সমগ্র বাংলা
  • ২২ জানুয়ারী, ২০২০ ১৬:৩৪:৪৭

সাভার প্রতিনিধিঃ  আশুলিয়ায় তুরাগ ব্রিকস ও সনি ব্রিকস নামে দু'টি ইটভাটায় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বেশির ভাগ অংশ ইটভাটা দুটি গুড়িয়ে দেওয়া হয়েছে এবং পৃথকভাবে ২০ লাখ টাকা করে জরিমানাও করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা ১১টার দিকে পাড়া গ্রাম এলাকার এই ইটভাটা দুটিতে অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তানজিদ আহমেদ।
তাঁকে সহায়তা করেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফুল ইসলাম ও মাহবুবুর রহমানসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। এছাড়া যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিলো  ।
পরিবেশ অধিদপ্তর জানায়, আশুলিয়ার বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে গড়ে ওঠা অন্তত অর্ধশত ইটভাটায় দীর্ঘদিন ধরে ইট পোড়ানো হচ্ছে। পরিবেশ দূষণ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ নানা অভিযোগে আজ (বুধবার) এসব ইটভাটায় অভিযান শুরু পরিচালনা করা হয়। সকাল ১১টার দিকে প্রথম অভিযান চালানো হয় পাড়া গ্রাম এলাকার তুরাগ ব্রিকসে। এ সময় ভাটাটি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ২০ লাখ টাকা জরিমানা করা হয়। তবে তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা সম্ভব হয়নি।
এরপর অভিযান চালানো হয় পাশের সনি ব্রিকসে। ইটভাটাটিকে ২০ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি সেটি আংশিক ভেঙে দেওয়া হয়। জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়েছে। অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালত ভাটায় ইট পোড়ানোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।
পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন, আরো অভিযান চালিয়ে এই এলাকার কয়েকটি অবৈধ ইটভাটা উচ্ছেদ ও বন্ধ করার পাশাপাশি জরিমানা করা হবে।
তিনি আরো বলেন, আগে ইটভাটার আংশিক ভেঙে দিয়ে বেশি টাকা জরিমানা করা হতো। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কম জরিমানা করে ভাটার কার্যক্রম একেবারেই বন্ধ করে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

মন্তব্য ( ০)





  • company_logo