• সমগ্র বাংলা

করিমগঞ্জে কৃষক হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন

  • সমগ্র বাংলা
  • ২৯ জানুয়ারী, ২০২০ ১৩:০৩:২৪

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জে কৃষক ছফির উদ্দিন হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত। এছাড়া মামলায় আরো চার আসামিকে এক বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় কিশোরগঞ্জের ১নং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। যাবজ্জীবনপ্রাপ্ত দুই জন হলেন- করিমগঞ্জ হালঘড়া নোয়াবাদ গ্রামের মো. হানিফ মিয়া ও মো. মানিক মিয়া। এছাড়া এক বছর করে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সিদ্দিক মিয়া, সাত্তার মিয়া, একই গ্রামের আবুল হোসেন মুন্সী এবং হাফিজ উদ্দিনের স্ত্রী ফরিদা খাতুন। মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১০ জুন সকাল ৮টায় গাছ কাটাকে কেন্দ্র করে হাফিজ উদ্দিনের নেতৃত্বে তার দুই ছেলে মো. হানিফ মিয়া ও মো. মানিক মিয়া শাবল দিয়ে ছফির উদ্দিনের মাথায় আঘাত করে। এতে ছফির গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার দিনই ছফির উদ্দিনের ছোট ভাই আব্দুল হেলিম সাত জনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত সাপেক্ষে ২০১২ সালে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন পুলিশ। রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) আব্দুস খালেদ জানান, ২০১২ সাল থেকে মামলাটি আদালতে চলমান ছিল। আজ বেলা ১১টায় আসামির উপস্থিতিতে এ রায় দেন কিশোরগঞ্জের ১নং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুর রহিম।

মন্তব্য ( ০)





  • company_logo