• শিক্ষা

আবরার হত্যা: বিচার দাবিতে আজও উত্তাল বুয়েট

  • শিক্ষা
  • ০৮ অক্টোবর, ২০১৯ ১১:০৮:৪০

শিক্ষা ডেস্ক: বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচার দাবিতে উত্তাল বুয়েট ক্যাম্পাস। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে আন্দোলনে নেমেছেন বুয়েট শিক্ষার্থীরা। সোমবার রাতে বুয়েট কেন্দ্রীয় মসজিদে আবরারের জানাজার পর বিক্ষোভ শেষে আন্দোলন করার ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা মোতাবেক সকাল থেকে ক্যাম্পাসে জড়ো হয়েছেন আবরারের সহপাঠীসহ সাধারণ শিক্ষার্থীরা। তারা কেন্দ্রীয় শহীদ মিনারে আবরার হত্যার বিচার দাবিতে স্লোগান দিচ্ছেন। এসময় আবরারের খুনিদের গ্রেপ্তারের দাবিতে ফেস্টুন প্রদর্শন করেন তারা। শিক্ষার্থীদের আন্দোলনে ফের উত্তাল হয়ে উঠেছে বুয়েট ক্যাম্পাস। উল্লেখ্য, রোববার রাত তিনটায় বুয়েটের শের-ই বাংলা হলে ‍ইইই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়। ছাত্রলীগ ১১ জনকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করে।

মন্তব্য ( ০)





  • company_logo