• সমগ্র বাংলা

কর্নফুলী সেতুর পাশে বাস স্টেশন চালু করা হবে: মেয়র শাহাদত হোসেন

  • সমগ্র বাংলা
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ২০:৫২:০৬

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র ডা: শাহাদত হোসেন বলেছেন,কর্নফুলী সেতুর পাশে বাস স্টেশন করা হবে। তিনি বলেন, আমি ডিসি মহোদয়কে বলেছি একটা জায়গা ব্যবস্থা করে দিতে। আশা করি সংক্ষিপ্ত সময়ে বাস টার্মিনাল বা বাস ষ্টেশন করা হবে ,এতে যানজট নিরসন হবে। বহদ্দারহাটে একটা বাস ষ্ঠেশন থাকলে ও সেখানে পর্যাপ্ত সুবিধা নেই, সেখানে টয়লেট ফ্যাসিলিটিস আসলে খুবই গুরুত্বপুর্ন এবং সেখানে লাইটিং ফ্যাসেলেটিস বোধয় কম আছে। নগরের যানবাহনের যোগাযোগ ব্যবস্থা শৃংখলার মধ্যে আনতে হলে যত্রতত্র বাস সহ যে কোন যানবাহন দাড়াঁতে পারবে না। যাত্রী ষ্টপেজ যেখানে থাকবে সেখানে দাড়াঁতে হবে। এ জায়গায় আমাদের কঠোর নজরধারী করতে হবে। ১৮ ডিসেম্বর বুধবার দুপুরে টাইগারপাসের সচিক কার্যালয়ের সম্মেলন কক্ষে নগরের যানজট নিরসনকল্পে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মেয়র আরো বলেন,ব্যাটারী চালিত রিকসা গুলোর যথায়ত চলাচল নিয়ন্ত্রনের লক্ষে নীতিমালা প্রনয়নের মাধ্যমে যানজট কমানোর চেষ্টা করা প্রয়োজন। তাছাড়া ব্যাটারী চালিত রিকসার জন্য যে সব অবৈধ চার্জিং স্টেশন ব্যবহার করা হচ্ছে,সেগুলো বন্ধে আমাদের ম্যাজিষ্টেদের বলেছি, তবে আমি বি,আর টি এ সহ অন্যান্য সংশ্লিষ্ট অন্যান্য সস্থাকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলবো। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন,চট্টগ্রাম মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের ডিসি (ট্রাফিক-দক্ষিন) মোহাম্মদ মাহবুব আলম খান,ট্রাফিক বিভাগের ডি সি (ট্রাফিক-উত্তর) জয়নুল আবেদীন, বি,আর টি এ এর পরিচালক মো: মাসুদ আলম, ট্রান্সপোটর্  প্রফেসনাল আলাইয়েন্সের সি ই ও ড, মোহাম্মদ নুরুল হাসান,মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী প্রমুখ।

মন্তব্য ( ০)





  • company_logo