• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে জাতীয় প্রবাসী দিবস পালিত

  • সমগ্র বাংলা
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ১৮:৫১:৫১

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার দিবসটি পালন উপলক্ষে র্যা লী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম ভুঁইয়া মনি, উপজেলা জামায়েতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের মুহাম্মদ বারকাতুল্লাহ, ইত্তেফাক সংবাদদাতা সাইফুল ইসলাম তালুকদার, বৈশম্য বিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয়ক হাসানুর রহমান সজিব প্রমুখ।  

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, রেমিট্যান্স যোদ্ধারা বিদেশ থেকে টাকা পয়সা পাঠিয়ে আমাদের দেশের অর্থনৈতিক চাকাকে সচল করে রাখছেন। তাঁদেরকে আমাদের যথাযত মর্যাদা দেয়া উচিৎ। বিদেশ গমনের ক্ষেত্রে আমাদের অভিবাবকদের আরো সচেতন হওয়া উচিৎ। কারণ যথাযত কর্তৃপক্ষের বৈধ কাগজপত্র ছাড়াই দালালের মাধ্যমে বিদেশ গিয়ে প্রতারিত হয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। কেউ কেউ চাকুরি না পেয়ে জেল হাজতেও দিনাতিপাত করছেন। তাঁদের ছাড়িয়ে আনতে গিয়ে অভিবাবকরা বাস্তু ভিটা বিক্রি করে সর্বশান্ত হচ্ছেন। তিনি উপজেলাবাসীর উদ্দেশ্যে বলেন, আপনাদের সন্তানদের বিদেশ পাঠানোর আগে কাজের অভিজ্ঞতার সনদপত্র ও রাষ্ট্রীয় কর্মসংস্থান ব্যুরোর মাধ্যমে বিদেশ পাঠানোর জন্য উদাত্ত আহবান জানান।

মন্তব্য ( ০)





  • company_logo