ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে মারা গেছেন ভ্যানচালক শিপন (২২)। এসময় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন বাসযাত্রী।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে পাবনা-ঢাকা মহাসড়কে পাবনা সদর উপজেলার জালালপুর ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক শিপন সদর উপজেলার রাজাপুর এলাকার ওয়াজ আলির ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হানিফ পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস ঢাকা অভিমুখে যাচ্ছিল। এসময় ঘটনাস্থলে ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সাথে বাসের সংঘর্ষে হয়। পরে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।
মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও সদর থানা-পুলিশ আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে গেছে। বাসটি জব্দ করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে। কেউ অভিযোগ দেয়নি।’
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সদর উপজেলায় সদ্যপ্রসূত এক নবজা...
দিনাজপুর প্রতিনিধিঃ মহা সড়কে হেলেদুলে ( ডাকিং) বাইক চালান...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার থা...
স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে...
মন্তব্য ( ০)