• সমগ্র বাংলা

প্রথমবার বিজয় দিবস উদযাপন করলো সাবেক ছিটমহলের জাতীয়তাবাদী দল

  • সমগ্র বাংলা
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ১৮:৩৮:৪৬

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ সাবেক ছিটমহল দাসিয়ারছড়া নয় বছর আগে বাংলাদেশের সাথে যুক্ত হলেও অনেক ক্ষেত্রে অধিকার বঞ্চিত ছিলেন জাতীয়তাবাদী মতাদর্শের মানুষজন। বিভিন্ন জাতীয় দিবস উদযাপনসহ স্বাধীনভাবে কথা বলার অধিকার হরণ করা হয়েছিল তাদের। ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতন হওয়ায় এবার বিজয় দিবস উদযাপন করার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে সাবেক ছিট মহলের জাতীয়তাবাদী দলের কর্মী সমর্থকদের।

সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাবেক ছিটমহল দাসিয়ার ছড়ার কালিরহাট বাজারে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করেন জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের কর্মী সমর্থকরা। এরপর জাতীয় পতাকা উত্তোলন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত করে।

আলোচনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল খালেক, জিয়া সাইবার ফোর্স ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি রোকনুজ্জামান লাকু, ফুলবাড়ী সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও সিট মহলের বাসিন্দা মকছেদুল হক, একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা জানান, ২০১৫ সালে বাংলাদেশের সাথে যুক্ত হলেও জাতীয়তাবাদী মতাদর্শের মানুষজন অনেক ক্ষেত্রে অধিকার বঞ্চিত ছিলেন। তারা বিভিন্ন জাতীয় দিবস উদযাপন করতে পারেন নাই। কোথাও কথা বলার সুযোগ দেয়া হয়নি তাদের। ফ্যাসিস্ট সরকার পতন হওয়ার পর তাদের এ অধিকার প্রতিষ্ঠিত হলো। নয় বছর আগে বাংলাদেশী হলেও এবার প্রথম বিজয় দিবস উদযাপন করছেন তারা।

এ সময় ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক, যুবদলের যুগ্ন আহবায়ক রিপন মিয়া, সদস্য শরিফুল ইসলাম ভোলা, ফুলবাড়ি সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সুকুমার সেন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক নন্দন সেন মিঠুন, সাবেক ছিট মহলের জাতীয়তাবাদী দলের সমর্থক আনিছুর রহমান, শাহজাহান আলী, নজরুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য ( ০)





  • company_logo