• অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ

গাজীপুরে অস্ত্র-মাদকসহ তিন জন গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ
  • ০৬ নভেম্বর, ২০২৪ ২০:২০:০৬

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের সদর থানাধীন লাগালিয়া এলাকায় বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন জিএমপি উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ নাসির উদ্দিন খান।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে, মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় দীর্ঘদিন ধরে কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত আলমগীর হোসেন ওরফে জামাই আলমগীরের বাড়ির সামনে এবং আশপাশের এলাকায়। আলমগীরের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ছিল, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত আলমগীর পালিয়ে যেতে সক্ষম হলেও, তার মাদক ব্যবসায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. বিল্লাল হোসেন শাওন এবং আলমগীরের দুই ছেলে। অভিযান চলাকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, রামদা, চাপাতি এবং ১ হাজার ৮০০ ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল, নগদ ৪১ হাজার ১৫০ টাকা এবং ছয়টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, আলমগীরের বাড়ি এলাকায় মাদক কেনাবেচার জন্য উঠতি বয়সী যুবকদের আনাগোনা লেগেই থাকত। প্রতিদিনই অনেক যুবক মোটরসাইকেলে করে তার আস্তানায় এসে ইয়াবা কিনে নিয়ে যেতো। ফলে এলাকাবাসী তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। পুলিশের এই অভিযানকে তারা স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের নির্দেশনায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। কমিশনারের মতে, সমাজের উঠতি বয়সী যুবকদের মাদকাসক্তি থেকে রক্ষা করতে পুলিশের এই অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পুলিশের এই কার্যক্রমের মাধ্যমে গাজীপুরকে মাদকমুক্ত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানায়।

মন্তব্য ( ০)





  • company_logo