ছবিঃ সংগৃহীত
নড়াইল প্রতিনিধি: নড়াইলে ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাত ১৫শ থেকে ২ হাজার জনকে আসামি করে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১ নভেম্বর) পুলিশ বাদি হয়ে নড়াইল সদর থানায় এ মামলা করেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) গভীর রাতে সদরের তুলারামপুর ইউনিয়নের বেতেঙ্গা ও তুলারাপুর গ্রামে গরু চোর সন্দেহে স্থানীয় মানুষ ৩ জনকে গণধোলাই দেয়। বুধবার সকালে নড়াইল-ঢাকা-বেনাপোল মহাসড়কের পাশ থেকে বগুড়া জেলার শিবগঞ্জ থানার আউলাদিপুর গ্রামের নুরুন্নবী মোল্যা, নড়াইল সদরের মাইজপাড়া গ্রামের দুলাল এবং নড়াইলের তেলকাড়া গ্রামের জান্নাতুল শেখের লাশ উদ্ধার করে।
সম্প্রতি সদরের তুলারামপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে গরু চুরি বৃদ্ধি পাওয়ায় এসব গ্রামের মানুষ রাত জেগে পাহারা দেয়। মঙ্গলবার রাত ৩ টার পর বেতেঙ্গা গ্রামের হান্নান তরফদারের গোয়ালঘরে ৪-৫ জন চুরি করতে ঢোকে। টের পেয়ে তিনি পরিচিতদের ফোনে বিষয়টি জানালে ৩টি গ্রামের বিভিন্ন মসজিদের মাইকে লোক ডাকা হলে এলাকাবাসী জড়ো হয়ে ৩ জনকে গণধোলাই দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তুলারামপুর গ্রামের কলেজ শিক্ষক রেজাউল তরফদার জানান, গত ৫ মাস আগে তার প্রথম ২টি গরু চুরি হয়। এরপর একই গ্রামের আব্দুর রহিমের ৪টি,ফয়জুর মোল্যার ৪টি, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামের ২টি, আবাদ গ্রামের প্রশান্ত বিশ^াসের ৪টি,দক্ষিন তুলারামপুর গ্রামের শামিম সিকদারের ২টি,ফকরুজ্জমান মোল্যার ৩টি,নিজামউদ্দিন মোল্যার ১টি, আলমগীর মোল্যার ১টি এবং পাশর্^বর্তী দুর্বাজুড়ি গ্রাম থেকে ২ জনের ৫টি গরু চুরি হয়। দুবৃত্তরা অধিকাংশ ক্ষেত্রে স্প্রে-এর মাধ্যমে অজ্ঞান করে গরু চুরি করতো।
নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, হত্যার ঘটনায় অজ্ঞাত ১৫ শ থেকে ২ হাজার মানুষের নামে মামলা হয়েছে। তবে কাউকে গ্রেফতার করা হয়নি। বুধবার রাতে মৃতদের নড়াইল সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ১৬টি নদ-নদী বেষ্টিত...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজা...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে বাসন থানা শ্রমিক লীগের স...
মন্তব্য ( ০)