ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা-ভাংচুর ও এক শিক্ষার্থী হত্যা মামলায় দুই আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দক্ষিণ নামাজের চর গ্রামের উমর আলীর ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর আব্দুর রশিদ(৪৫) ও কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ইলেম উদ্দিনের ছেলে ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন(৪০)। শনিবার(২ নভেম্বর) বিকালে মীর আব্দুর রশিদকে খেওয়ার চর বাজার থেকে ও রাত সাড়ে ৮টায় সোহরাব হোসেনকে যাত্রাপুর বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গত ৪ আগষ্ট কুড়িগ্রাম জেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর দফায় দফায় হামলা ও ভাংচুর চালায় আওয়ামীলীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের হামলায় শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে আশিকুর রহমান নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়।
ছাত্র-জনতার ওপর হামলা-ভাংচুরের দুই মামলা ও শিক্ষার্থী আশিকুর রহমান হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা মীর আব্দুর রশিদ ও সোহরাব হোসেনকে গ্রেপ্তার করা হয়। রোববার(৩ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল আলম জানান, আসামিদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনসহসহ বিভিন্ন মামলায় গ্রেফ...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর নগরের মালেকের বাড়ি এলাকায়...
পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ব্যাট...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদর উপজেলায় ৪ নভেম্বর পা...
মন্তব্য ( ০)