ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজারে ৩টি মামালায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (০৫ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি এ দণ্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক নূরী তাসমিন ঊর্মি বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে উপজেলার দোলান বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় রাইসুল ইসলাম (৩০), আব্দুল জলিল (৫২) ও ফজলুল হক (৫৮) নামের বাজারের ৩ ব্যবসায়িকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৩টি মামলায় এ জরিমানা করা হয়। নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক।
অভিযানকালে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান পিপিএম, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম সহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলায় নিয়...
নওগাঁ প্রতিনিধি : টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থ...
নওগাঁ প্রতিনিধি : পরিবর্তিত প্রেক্ষাপটের পরে নওগাঁয় পুলিশ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এম এন্ড ইউ ট্রিমস্ ...
মন্তব্য ( ০)