• আন্তর্জাতিক
  • লিড নিউজ

সিরিয়ার পূর্বাঞ্চলে দখলদার মার্কিন বাহিনীর ঘাঁটিতে রকেট হামলা

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ২৩ অক্টোবর, ২০২৪ ১৪:১৩:০৭

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার পূর্বাঞ্চলে দখলদার মার্কিন বাহিনীর একটি ঘাঁটিতে এক ভয়াবহ রকেট হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল মঙ্গলবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়ার দেইর আয-জাওয়ার প্রদেশের কনোকো গ্যাস ক্ষেত্রের কাছে অবস্থিত মার্কিন ঘাঁটিতে অন্তত ছয়টি রকেট দিয়ে হামলা চালানো হয়। 

ছয়টির মধ্যে চারটি রকেটই সামরিক ঘাঁটির ভিতরে আঘাত হানে। এ সময় সেখানে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায় বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। কনোকো গ্যাস ফিল্ডের কাছে দখলদার মার্কিন বাহিনী যে রাডার স্টেশন প্রতিষ্ঠা করেছে সেটি লক্ষ্য করে ওই রকেট হামলা চালানো হয়েছে। আল-মায়াদিন টিভির প্রতিবেদনে বলা হয়, রকেট হামলার পরপরই মার্কিন বাহিনী সিরিয়ার ইউফ্রেটিস নদীর পূর্ব পাশের সাতটি গ্রামে হামলা চালিয়েছে। এই অঞ্চল সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে যখন ইসরায়েলি দখলদার বাহিনী বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তখন সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির ওপর এই রকেট হামলা হলো। ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতি মার্কিন সরকার শুরু থেকেই প্রকাশ্য সমর্থন ও সহায়তা দিয়ে আসছে। এসব ঘটনায় মধ্যপ্রাচ্যে মারাত্মক সামরিক উত্তেজনা বিরাজ করছে।

মন্তব্য ( ০)





  • company_logo