ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকা ও লেবাননের বিরুদ্ধে ইসরাইলের নৃশংস হামলার প্রতিশোধ নিতে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বিভিন্ন ইসরাইলি লক্ষ্যবস্তুতে আবারো অভিযান চালিয়েছে।হিজবুল্লাহ রোববার রাতে এক বিবৃতিতে বলেছে, তারা লেবাননের আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি ইসরাইলি হার্মাস-৯০০ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। সেইসঙ্গে তাদের হামলার ফলে আরেকটি ড্রোন ইসরাইলে পালিয়ে গেছে।
বিবৃতিতে বলা হয়, রোববার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে একটি হার্মাস-৯০০ ড্রোন বিধ্বস্ত হয়েছে। অপর আরেকটি ড্রোন লেবাননের আকাশসীমা ত্যাগ করতে বাধ্য হয়েছে। খবর মেহের নিউজের। এদিকে রোববার হিজবুল্লাহ ইসরাইলের বন্দরনগরী হাইফা লক্ষ্য করে এক ঝাঁক রকেট নিক্ষেপ করে।
রোববার বিকাল ৪টার দিকে হাইফার ‘তিরা কারমেল’ সেনাঘাঁটি লক্ষ্য করে এক ঝাঁক অত্যাধুনিক রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ। সেইসঙ্গে ইসরাইলের স্যামসন সামরিক ঘাঁটির কমান্ড ও সরবরাহ কেন্দ্র, বেরিয়া ক্ষেপণাস্ত্র ঘাঁটি, মারকাবা শহর, কালা মালভূমি এবং হুনিন ব্যারাকে বিভিন্ন ধরনের রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। এসব হামলায় হতাহতের ঘটনা ঘটলেও সঠিক পরিসংখ্যান প্রকাশ করেনি ইসরাইল।
এদিকে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইল রোববার বৈরুত, দক্ষিণ লেবানন ও পূর্ব বেকা উপত্যকায় বোমাবর্ষণ করেছে।২০২৩ সালের অক্টোবর মাসে গাজা উপত্যকায় আগ্রাসন শুরু করার পাশাপাশি লেবাননেও আগ্রাসন চালায় ইহুদিবাদী ইসরাইল। দখলদার বাহিনীর আগ্রাসনের জবাবে হিজবুল্লাহও গত এক বছর ধরে ইসরাইলের উত্তরাঞ্চল লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। হিজবুল্লাহর হামলার জের ধরে উত্তর ইসরাইলের বিভিন্ন শহর থেকে প্রায় এক লাখ বসতি স্থাপনকারী দক্ষিণ দিকে পালিয়ে গেছে।
স্বাস্থ্য ডেস্কঃ এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রকোপ অ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন...
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথ...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বি...
মন্তব্য ( ০)