ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর জেলায় নবযোগদানকৃত জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফীন গাজীপুর কালীগঞ্জ উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধাগণ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় করেছেন।
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ইমাম রাজী টুলু।
এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনসহ অন্যরা বক্তব্য রাখেন।
এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে তিনি উপজেলা পরিষদ চত্বরে সমাজসেবা অফিস কর্তৃৃক আয়োজিত ভিক্ষুক পূনর্বাসনের অংশ হিসাবে ৮টি পরিবারকে ৪টি করে ৩২টি ছাগল এবং ৩টি পরিবারকে ৩টি অটোরিকসা বিতরণ করা হয়। অন্যদিকে, তিনি উপজেলার তুমিলিয়া ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার পরিদর্শন, ওই ইউনিয়নের দক্ষিণ সোম কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, কালীগঞ্জ পৌর ভূমি অফিস ও পৌরসভা পরিদর্শন করেন।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধ...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববি...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে বেসরকারী ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ “আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব...
মন্তব্য ( ০)