• সমগ্র বাংলা

অগ্নিকাণ্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ৭ লক্ষ টাকার ক্ষতি

  • সমগ্র বাংলা
  • ২২ অক্টোবর, ২০২৪ ১৮:৫৮:৪২

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানের ৭লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা জানান, গত রোববার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উমর মজিদ ইউনিয়নের ফরকেরহাট বাজারের নুর আলম সিদ্দিক হিরোর কম্পিউটারের দোকানে আগুনের সূত্রপাত হয়। ব্যবসায়ীরা আগুন দেখে চিৎকার দিলে এলাকাবাসীরা ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা চালায়।এরই মধ্যে আগুনের লেলিহান শিখায় পুরো দোকান প্রজ্বলিত হয়ে পাশের মঞ্জরুল ইসলাম মঞ্জু মিয়া, নুর ইসলাম মিয়া, ওসমান গনি বাবু ও রুহানির ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে যায়।

খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিস স্টেশনের অগ্নিনির্বাপন বাহিনীরা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগীয় প্রায় ১ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। অগ্নিকাণ্ডে নুর আলম সিদ্দিক হিরোর কম্পিউটার দোকানে কয়েকটি ল্যাপটপ সহ প্রায় ৫লক্ষাধিক টাকার মালামাল, ওসমান গনি বাবুর ওষুধের দোকানে প্রায় ৫০হাজার টাকা, নুর ইসলাম মিয়ার গবাদিপশুর ওষুধের দোকানে প্রায় ৬০ হাজার টাকা ও রুহানির মাছের খাদ্য ও ওষুধের দোকানে ১লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়।  এতে প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে রাজারহাট ফায়ার সার্ভিসের লিডার মোঃ আখতারুজ্জামান সওদাগর জানান। 

মন্তব্য ( ০)





  • company_logo