• সমগ্র বাংলা

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে দিনাজপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ 

  • সমগ্র বাংলা
  • ২১ অক্টোবর, ২০২৪ ২১:১০:২৩

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি:  প্রধান মন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ সম্পর্কে দ্বিচারিতা বিতর্কিত বক্তব্যের কারনে রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে দিনাজপুর শহরে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। আজ সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে জিলা স্কুলের সামনে৷ সড়ক থেকে মিছিল বের করে তারা।

বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পলাতক প্রধান মন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ সম্পর্কিত মানবজমিন পত্রিকায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর দেওয়ার বক্তব্যের প্রেক্ষিতে তার পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল বের করে তারা। এর আগে জিলা স্কুলের সামনের সড়কে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা একরামুল হক আবির। শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেস ক্লাবের সামনে সমবেত হন তারা।

রাষ্ট্রতির পদত্যাগ দাবিসহ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে ছাত্রলীগের সন্ত্রাসীদের অতর্কিত হামলার প্রতিবাদে শ্লোগান দেয় বিক্ষোভকারিরা।

মন্তব্য ( ০)





  • company_logo