ছবিঃ সিএনআই
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় দূর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় করেছেন রহনপুর ব্যাটালিয়ন ৫৯বিজির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া।
আজ শনিবার সকালে সোনামসজিদ সীমান্তের বালিয়াদিঘী দূর্গা মন্দির প্রাঙ্গণে শাহবাজপুর ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী হরেন সাহা।
এসময় বিজিবি অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বলেন, দূর্গাপূজাকে কেন্দ্র করে যেন সীমান্ত পেরিয়ে মাদক না আসে সেজন্য বিজিবিসহ সকলকে সজাগ থাকতে হবে। পাশাপাশি সীমান্তে অবৈধ অনুপ্রবেশরোধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, এই পূজাকে কেন্দ্র করে কেউ যেন কোন অপতৎপরতা ও বিশৃঙ্খলা চালাতে না পারে সেজন্য বিজিবি তৎপর রয়েছে। পরিদর্শন শেষে মন্দির কমিটির নিকট আর্থিক সহায়তা প্রদান করেন মন্দির কতৃপক্ষের নিকট
বিনোদন ডেস্কঃ ভালোবেসে ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন ভারতে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ সনাতন ধর্মালম্বীদের সবচেয়...
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ বত্রিশ গোপীনাথ জিউর আখড়ায় ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য আ...
মন্তব্য ( ০)