• অর্থনীতি

গাজীপুরে উৎপাদন ও বিপনন ভেল্যু চেইন কর্মশালা

  • অর্থনীতি
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:৫৯:০৭

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে উপজেলা পর্যায়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নাধীন 'ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট-আইসিভিজিডি' (২য় পর্যায়, ১ম সংশোধিত) প্রকল্পের আওতায় উৎপাদন ও বিপনন ভেল্যু চেইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত কর্মশালায় পিআইইউ প্রতিনিধি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের (আইসিভিজিডি ২য় পর্যায়) প্রকল্প পরিচালক এস.এম আরশাদ ইমাম ও একই প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. মাহবুবর রহমান।

কর্মশালায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. ইমাম রাজী টুলু, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তারসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, এনজিও প্রতিনিধি, সার-বীজ ও খাদ্যের ডিলার, ব্যবসায়ি প্রতিনিধি, উদ্যোক্তা, আইসিভিজিডি উপকারভোগী মহিলা সদস্যসহ ৩০ জন প্রতিনিধি এতে অংশগ্রহন করেন। 

মন্তব্য ( ০)





  • company_logo