• অর্থনীতি
  • লিড নিউজ

ছুটি কাটিয়ে সকাল থেকে হিলি স্থল বন্দরে ভারতীয় পন্য আমদানি শুরু 

  • অর্থনীতি
  • লিড নিউজ
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:৫১:১৭

ফাইল ছবি

দিনাজপুর প্রতিনিধি: মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে গতকাল সোমবার একদিন ছুটি কাটিয়ে আজ মঙ্গলবার সকাল থেকে যথারীতি দিনাজপুরের হিলিবন্দরে ভারত থেকে পেঁয়াজ কাঁচা মরিচসহ বিভিন্ন ধরনের কৃষিজাত পন্য আমদানি শুরু হয়েছে। তবে বাংলাদেশ থেকে ভারতে কোন ধরনের পন্য রপ্তানি চালু হয়নি।

বাংলাহিলি কাষ্টমস্ সিএন্ডএফ এজেন্ট অ্যাসাসিয়েশনের অফিস সহকারি রাশেদ আলী জানান, আজ ১৭ সেপ্টম্বর মঙ্গলবার সকাল ১০টা থেকে বাংলাদেশী বন্দরে  একে একে প্রবেশ করতে শুরু করে পন্যবাহী ভারতীয় ট্রাক।

তিনি জানান, পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে একদিনের সরকারি ছুটি থাকায় গতকাল ১৬ সেপ্টেম্বর সোমবার হিলি স্হল বন্দরে পন্যবাহী ভারতীয় ট্রাক প্রবেশ করেনি। ছুটি শেষে আজ ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে দু’দেশের মধ্যে বানিজ্যিক কার্যক্রমে সচল হয়েছে। আপাততঃ ভারত থেকে কাঁচা মরিচ পেঁয়াজ, মসল্লা সজনা এবং পশুখাদ্য ভূষিসহ ১৫ থেকে ২০ ধরনের নিত্য কৃষিজাত পন্য আমদানি করা হচ্ছে। ভারত থেকে দৈনিক গড়ে ২৫ থেকে ৩৫টি ট্রাকে পন্য আমদানি করা হয়ে থাকে বলে জানিয়েছেন তিনি। তবে বাংলাদেশ থেকে ভারতে কোন পন্য রপ্তানি শুরু করা যায়নি।

মন্তব্য ( ০)





  • company_logo