• অর্থনীতি

শনিবার খোলা থাকছে চট্টগ্রাম কাষ্টমস

  • অর্থনীতি
  • ১৭ আগস্ট, ২০২৪ ১২:২৭:৪২

ফাইল ছবি

চট্টগ্রাম প্রতিনিধি: দেশের বৃহত্তম আমদানী-রপ্তানীর ক্ষেত্রে ভুমিকা পালনকারী চট্টগ্রাম কাষ্টমস শুল্কায়ন সংক্রান্ত কাজে স্থবিরতায় শনিবার খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। চট্টগ্রাম কাষ্টমস কমিশনারের পক্ষে ডেপুটি কমিশনার ইমাম গজ্জালী স্বাক্ষরিত অফিস আদেশে শনিবার(১৭ আগষ্ট) কাষ্টমস খোলা থাকবে বলে নিশ্চায়ন করা হয়। ব্রন্ড ব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ থাকায় ৫দিন আমদানী রপ্তানী বিঘœ ঘটে। এদিকে বেশ কয়দিন শুল্কায়ন বন্ধ থাকায় বন্দরের ভেতরে অনেক কন্টেইনার জমে থাকে। একইভাবে বেসরকারী ডিপোতে জমা হয় রপ্তানী কার্যক্রম। তবে কাজের গতি বাড়িয়ে পিরিস্তিতি সামাল দিচ্ছে বলে কাষ্টমস সুত্রে প্রকাশ। 

সূত্র মতে বন্দর কন্টেইনার জটের সামান্য উন্নতি হলে ও অবনতি ঘটে জাহাজ জটের। একটি জাহাজ একদিন অলস বসে থাকলে অন্তত ১৫ হাজার ডলার এফ ও সি বাবদ গচ্চা দিতে হয়। যার যোগান দিতে হয় দেশের সাধারন ভোক্তাদেরকে। 

জানা যায়,গতকাল ১৫ আগষ্ট বহিনোংগরে ১৬টি কন্টেনার অলস বসে ছিল। এর মধ্যে গত এক সপ্তাহ ধরে বসে আসে অনেক জাহাজ। গতকাল ইয়ার্ডে ৪০ হাজার ৫২৮ টি ই ইউ এস কন্টেনার ছিল। কন্টেনার জট পরিস্থিতিতে সামান্য উন্নতির মাঝে জাহাজ জট বেড়েছে। ইতিমধ্যে সর্বোাচ্চ ১৫টি জাহাজ অলস বসে থাকলে ও গতকাল জাহাজের সংখ্যা ১৬টি উন্নীত হয়। সবকিছু মিলিয়ে বন্দরে কাজের স্থবিরতা থেকে মুক্তি পেতে কন্টেনারে স্বভাবিকতা বাড়তে এবং সব ধরনের জটিলতা কাটতে শনিবার খোলা রাখার সিদ্ধান্ত দেয়া হয়। 

সুত্রে আরো প্রকাশ ইতিমধ্যে ইন্টারনেট এর গতি স্বভাবিক হয়ে এসেছে ফলে কাজ কর্মে আর ধরিগতি থাকছে না। সংশ্লিষ্ট সুত্র মতে কাষ্টমস খোলা থাকলে ও ব্যাংক এ দিন বন্ধ থাকছে। ব্যাংকে সব
ধরনের শুল্ক জমা হয়। আর ডকুমেন্টের কাজ হয় কাষ্টমস হাউসে। এই অবস্থায় শুল্কায়নের কিছু কাজ আগে ভাগে সেরে নেয়া যাবে। 

তবে চট্টগ্রাম কাষ্টমস এজেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন,শনিবার চট্টগ্রাম কাষ্টমস হাউস খোলা থাকলে ও ব্যাংক খোলা থাকছে না। ব্যাংক খোলা না থাকলে বিশেষ কোন সুবিধা পাওয়া যাবে না।

মন্তব্য ( ০)





  • company_logo