• খেলাধুলা

আফগানিস্তানে ফের শুরু টি-টোয়েন্টি লিগ শুরুর ঘোষণা

  • খেলাধুলা
  • ১৩ আগস্ট, ২০২৪ ১৭:৫৭:৫১

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি ক্রিকেট আবির্ভাবের পর থেকেই জনপ্রিয়তায় তুঙ্গে। তারই একবাজারি সংস্করণ হলো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ। ভারত আইপিএল আয়োজন করে জনপ্রিয়তা পাওয়ার পর থেকেই প্রতিটি দেশ ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের আয়োজন করছে।

অন্য দেশের মতো টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আয়োজন করেছে যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান; কিন্তু সবশেষ ২০২২ সালে একটি ম্যাচে বোমা বিস্ফোরণে দুইজন মারা যাওয়ার পর বন্ধ হয়ে যায় টুর্নামেন্ট। সোমবার আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে ফের ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর ঘোষণা দেওয়া হয়। 

আফগান প্রিমিয়ার লিগে প্রথমবার দেশের মাটিতে খেলতে দেখা গেল দেশের তারকাদের। প্রথম ম্যাচটি খেলা হলো কাবুলের ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচে মুখোমুখি হয় স্পিনঘর টাইগার্স এবং ব্যান্ড-এ-আমির ড্রাগন্সের‌ মধ্যে। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে অনেক দর্শক মাঠে উপস্থিত ছিলেন। 

প্রথম ম্যাচেই খেলার কথা ছিল দেশের সেরা তারকা রশিদ খানের। স্পিনঘর টাইগার্সকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল রশিদ খানের। তবে তিনি ব্যক্তিগত কারণে খেলতে পারেননি এদিনের ম্যাচে। আশা করা হচ্ছে পরবর্তী ম্যাচে তাকে হয়তো পাওয়া যাবে।

এসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, রশিদ খানসহ আফগানিস্তানের সিনিয়র দলের ক্রিকেটাররা যারা বিভিন্ন আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন- যেমন ইংল্যান্ড এবং কানাডার মতো দেশে তারা খেলছেন; তারা আফগানিস্তানের এই ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগে যোগ দেবেন। আফগান সরকারের পক্ষ থেকে এই শাপাগিজা ক্রিকেট লিগ টুর্নামেন্টের নিরাপত্তাও বাড়িয়ে দেওয়া হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo