ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধি: পুলিশে সংস্কার করে পুলিশ হত্যার বিচার চেয়ে দূর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের অবৈধ সম্পদ জব্দসহ ১১ দফা দাবিতে পুলিশ সদস্যরা কর্মবিরতি সমাবেশে করেন। ময়মনসিংহ পুলিশ লাইনে দাবি আদায় ও কর্মবিরতির সমর্থনে এই কর্মসূচি পালন করে সাত শতাধিক পুলিশ সদস্যরা। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় জেলা পুলিশ লাইনে সমাবেশের শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পুলিশ সদস্য, ছাত্র ও জনতার রুহের মাগফেরত কামনা করে মোনাজাত করা হয়।
কর্মবিরতির এই কর্মসূচিতে উপস্থিত পুলিশ সদস্যরা বিগত ১৫ বছরে অধস্তন কর্মকর্তাদের সঙ্গে বিসিএস পুলিশ অফিসারদের বিভিন্ন অন্যায়য়ের কথা তুলে ধরে তাদের শাস্তির দাবি করেন।
তারা বলেন, আমরা কোন সরকারের গোলামী হয়ে থাকতে চাই না, বিসিএস কর্মকর্তাদের হুকুমের গোলাম হতে চাই না, আমরা জনগণের সেবক হয়ে থাকতে চাই।
কর্মবিরতীর এই কর্মসূচিতে জীবনের নিরাপত্তা ও দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরবে না বলে তারা জানান।
ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ হত্যাসহ পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা, নিহত পুলিশ সদস্যের পরিবারকের আর্থিক ক্ষতিপূরন এবং প্রতিটি পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি দেয়া, সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পিএসসির এবং কনস্টেবল পুলিশ হেডকোয়াটারের অধীন নিয়োগ দেয়া, পুলিশের কর্মঘণ্টা ৮ ঘণ্টা নির্ধারন, পুলিশকে কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করতে না পারে সে জন্য স্বাধীন পুলিশ কমিশন গঠন।
তারা আরও জানান, দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা বেনজীর, বিপ্লব, হারুন, হাবিব, বনজ কুমার মজুমদার সহ অন্যান্যদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করার দাবী জানান। এছাড়াও জেলা পর্যায়ে কর্মকর্তাদের বদলি বানিজ্যসহ বিভিন্ন অনিয়ম বন্ধ করার দাবী জানান। ১১ দফা দাবিতে কর্মবিরতির কর্মসূচীর বিষয়ে গতকাল শনিবার সন্ধ্যা ৭ টায় ময়মনসিংহ জেলা পুলিশের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে উল্লেখিত বিষয়গুলো তুলে ধরেন সম্বয়নক আকরাম হোসেন, নুরুল ইসলাম, মুবাশ্বির, তানবির, ফারুক হোসেন, নুরুল হক, আলমগীর হোসেন, রেজাউল ইসলাম।
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ...
নিউজ ডেস্কঃ পাইপলাইনের জরুরি কাজের জন্য বৃহস্পতিবার ...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বি...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জের শা...
মন্তব্য ( ০)