• খেলাধুলা

পদত্যাগ করলেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের নির্বাহী প্রধান

  • খেলাধুলা
  • ০৬ আগস্ট, ২০২৪ ১৬:১৯:৫৯

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের (সিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিক হকলি পদত্যাগ করেছেন। চলতি মৌসুমের গ্রীষ্মের পরেই পদ ছাড়বেন তিনি। বোর্ডের উন্নতির লক্ষ্যে পরবর্তীদের কাছে ক্ষমতা হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন হকলি।

কোভিড মহামারীর সময় অস্ট্রেলিয়া ক্রিকেটের অন্তবর্তীকালিন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন নিক হকলি। বোর্ডের ক্রান্তিলগ্নে দায়িত্ব নিয়ে দেশটির ক্রিকেটকে অনেকটাই স্বাভাবিক অবস্থায় নিয়ে আসেন তিনি। যে কারণে ২০২১ সালে তাকে পূর্ণ নির্বাহী নিয়োগ করা হয়। 

পদত্যাগ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেন নিকলি। তিনি বলেন, ‘এই সিদ্ধান্তটি চ্যালেঞ্জিং ছিল। কিন্তু সামনে একটি প্রতিশ্রুতিপূৃর্ণ গ্রীষ্ম মৌসুম এবং আমাদের পাঁচ বছরের কৌশলগত পরিকল্পনা ভালোভাবে চলছে। এটি আমার জন্য নতুন চ্যালেঞ্জ খোঁজার সঠিক সময়। এটি বোর্ডকে নতুন সিইও নিয়োগের জন্য যথেষ্ট সময় প্রদান করবে। ইতিমধ্যেই আমরা শক্তিশালী ভিত্তি স্থাপন করেছি। আমি আসন্ন মৌসুমে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি মসৃণ উত্তরণ নিশ্চিত করতে বোর্ডকে সমর্থন করবো।’

করোনাকালীন সময়ে অস্ট্রেলিয়া ক্রিকেটের দায়িত্ব নিয়ে অনেকগুলো চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন হকলি। সীমান্ত বন্ধ, সিরিজ বন্ধ, ভারতের সঙ্গে টেস্ট সিরিজ আয়োজন এমনকি অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় তাকে। 

অস্ট্রেলিয়া ক্রিকেটের সিইও হিসেবে নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি মাসে ভারতের বিপক্ষে সিরিজে দায়িত্ব পালন করবেন হকলি। এরপর তার অধীনেই জানুয়ারি মাসে নারী অ্যাশেজ টুর্নামেন্ট খেলতে অস্ট্রেলিয়া।

মন্তব্য ( ০)





  • company_logo