ছবিঃ সিএনআই
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ডাকা দেশব্যাপী 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষকবৃন্দ মৌন মিছিলের আয়োজন করে। সাধারণ শিক্ষকদের ব্যানারে বিভিন্ন অনুষদের প্রায় ৫০জন শিক্ষক ওই মিছিলের অংশগ্রহণ করেন।
বুধবার (৩১ জুলাই ) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন করিডোর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বাকৃবির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
গণ গ্রেফতার বন্ধ করা, মার্চ ফর জাস্টিসসহ বিভিন্ন প্লাকার্ড হাতে মিছিলে দেখা যায় শিক্ষকদের। এছাড়া অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়াসহ দেশব্যাপী সংগঠিত সহিংসতার নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন শিক্ষকরা।
মিছিল শেষে কোটা আন্দোলনে অংশ নেওয়া নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধ...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববি...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে বেসরকারী ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ “আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব...
মন্তব্য ( ০)