ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ এক সিরিজের পরই শাহিন শাহ আফ্রিদিকে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তার পরিবর্তে ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার জেরে পদত্যাগ করা বাবর আজমকেই পুনরায় অধিনায়ক করে সংস্থাটি। এর জেরে পাকিস্তানের ক্রিকেটপাড়ায় অনেকদিন ধরেই চলছে কানাঘুষা।
অনেকে বলেছেন, অধিনায়ক থেকে সরিয়ে দেওয়ার কারণে বোর্ডের উপর নাখোশ শাহিন। এমনটি বাবরের সঙ্গে সম্পর্কে অবনতি করেছেন তিনি। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বাঁহাতি এই তারকা পেসার। সব সময় দলের জন্য নিজের আত্মত্যাগের কথা জানিয়েছেন তিনি।
আরও একবার আত্মপক্ষ সমর্থন করলেন শাহিন। তিনি জানিয়ে দিয়েছেন, অধিনায়ক হওয়াটা কখনো তার জীবনের লক্ষ্য ছিল না। তিনি সবসময় খেলাতেই মনোযোগ দিতে পছন্দ করেন। কীভাবে পারফরম্যান্স দিয়ে দলকে সহায়তা করা যায়, সেটিই সর্বদা ভেবেছেন অভিজ্ঞ এই পেসার।
এমনকি শাহিনকে যে অধিনায়ক করা হয়েছিল, সেটিও ছিল তার নিয়ন্ত্রণের বাইরে। নিজের ইচ্ছায় তিনি দলের নেতৃত্ব নেননি। শাহিন আফ্রিদি বলেন, ‘পাকিস্তান আমার কাছে প্রথম এবং প্রধান অগ্রাধিকার। তারপর এটি একটি দল। আমি আসি সবার পরে। আমি অতীত নিয়ে ভাবতে পছন্দ করি না।
আমার কাজ হলোর বর্তমানে থাকা। এবং আমি ভবিষ্যতের কথাও ভাবি না। আপনার বর্তমান ভালো থাকলে ভবিষ্যতের জন্য ভালোভাবে প্রস্তুত হতে পারবেন। অধিনায়কত্ব আমার হাতে নেই এবং আমি কখনোই অধিনায়কত্বের জন্য আমার ক্রিকেট খেলিনি। আমি পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলতে চাই এবং সেটা সম্মানের সঙ্গে করবো।’
নড়াইল প্রতিনিধি: নড়াইলে নব নিযুক্ত এসপি ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে সেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বন্ধুর হাতে রা...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক ...
মন্তব্য ( ০)