• শিক্ষা

যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে: আইনমন্ত্রী

  • শিক্ষা
  • ২৪ জুলাই, ২০২৪ ১২:৫১:২১

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শিক্ষার পরিবেশ তৈরি হলে যত দ্রুত সম্ভব দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। মঙ্গলবার (২৩ জুলাই) ঢাকার গুলশানে নিজের কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

সরকারি চাকরিতে নিয়োগে কোটা সংস্কারের বিষয়ে প্রজ্ঞাপন জারির বিষয়ে ব্রিফিংয়ে তথ্য তুলে ধরেন আইনমন্ত্রী। 

এছাড়া সাম্প্রতিক ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের আইনি সুরক্ষা দেয়ার বিষয়েও কথা বলেন তিনি।

ব্রিফিংয়ে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত-ও উপস্থিত ছিলেন।

আনিসুল হক বলেন, কোটা সংস্কার নিয়ে আপিল বিভাগের রায়ের আলোকে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আপিল বিভাগের রায় পূর্ণাঙ্গ পরিপালন করেছে সরকার। রায় অনুয়ায়ী পরীক্ষার মাধ্যমে চাকরিতে সরাসরি নিয়োগের জন্য ৯ম থেকে ২০তম গ্রেডে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। বাকি ৭ শতাংশের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের জন্য। এক শতাংশ ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী এবং বাকি এক শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য।

কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধাতালিকা থেকে নিয়োগ দেয়া হবে বলেও এ সময় উল্লেখ করেন আইনমন্ত্রী।

মন্তব্য ( ০)





  • company_logo