• শিক্ষা

বাকৃবির শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ 

  • শিক্ষা
  • ১৭ জুলাই, ২০২৪ ১৫:৩৬:২২

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহঃ শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে আগামীকাল বুধবার (১৮ জুলাই) বেলা ১২টার মধ্যে সকল আবাসিক শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুলাই) বাকৃবির সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক ওই নির্দেশ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ মো অলিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিটিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ১৭ জুলাই বাকৃবির সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ১৮ জুলাই বেলা ১২টার মধ্যে সকল শিক্ষার্থীকে আবাসিক হল ত্যাগ করার নির্দেশ প্রদান করা হলো। 

মন্তব্য ( ০)





  • company_logo