ছবিঃ সিএনআই
পবিপ্রবি প্রতিনিধিঃ কোটা বৈষম্য নিরসনে এক দফা দাবিসহ সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে "ব্লকেড কর্মসূচিতে" হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (১২ জুলাই) বিকাল ৪ টায় পবিপ্রবির উদ্যোগে বিক্ষোভকারীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনটি ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বর ও প্রধান ফটকের সামনে দিয়ে একটি মিছিল বের করে। এরপর তারা বিশ্ববিদ্যালয়ের "জয় বাংলা" চত্বরে সমবেত হন। এসময় কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে "কোটা না মেধা? -মেধা মেধা " , "ছাত্রদের আন্দোলন বন্ধ করা যাবে না ", "ছাত্র সমাজ জেগেছে রে জেগেছে" এরকম নানা স্লোগান দিতে থাকেন।
এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন , ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ৬৯' এর গণঅভ্যুত্থান ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ছাত্রদের অনেক বড় অবদান ছিল। ছাত্রদের মাধ্যমে দেশের বিভিন্ন আন্দোলন বেগবান হয় এবং তার সফলতা পায়। দেশের বিভিন্ন স্থানে ছাত্রদের প্রতি প্রশাসনের হামলার প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করেন।
আরেক শিক্ষার্থী বলেন, "মুক্তিযুদ্ধের আগে পাকিস্তানে যেমন বৈষম্য ছিল ঠিক বর্তমানেও চাকরি ক্ষেত্রে সরকার আমাদের সাথে বিভিন্ন কোটা বৈষম্য সৃষ্টি করেছে। আমরা দ্রুত এই বৈষম্যের নিরসন চাই এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করি।
নিউজ ডেস্কঃ পুলিশ ও দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বি...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০৩ ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন স্থানে ছাত্রদলের...
রংপুর ব্যুরো: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ...
মন্তব্য ( ০)