• অপরাধ ও দুর্নীতি

ভ্রাম্যমাণ আদালত গুড়িয়ে দিলো অবৈধ কয়লা তৈরির কারখানা

  • অপরাধ ও দুর্নীতি
  • ১১ জুলাই, ২০২৪ ২১:৫৫:৩৭

ছবিঃ সিএনআই

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় অবৈধ কয়লা তৈরির  কারখানা ভেঙ্গে গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে আব্দুল্লাহ-আল ইমরান সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে ও পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সরদার শরিফুল ইসলামের যৌথ পরিচালনায় কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গণপতিপুর এলাকার আলোচিত কয়লা তৈরির কারখানা গুড়িয়ে  দেন।

কয়লা কারখানাটি দীর্ঘদিন ধরে চলমান থাকায় ৯ জুলাই মিডিয়ায় নিউজ প্রকাশিত হওয়ার পর থেকে প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা যায়। পরিবেশের জন্য ক্ষতিকর কয়লা তৈরির কারখানা ভেঙ্গে দেওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয়রা।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল ইমরান মিডিয়ার সামনে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন বলেন পুনরায় আর অবৈধ কয়লা তৈরির কারখানা গড়ে তোলার চেষ্টা করলে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে উপজেলা প্রশাসন।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন পরিবেশের ক্ষতি কোন ভাবেই মেনে নেয়া হবে না বলে মিডিয়াকে বলেন এক সাথে একাধিক সাজা দেওয়া যায় না তাই প্রাথমিক ভাবে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হলো। পরবর্তীতে কারখানা তৈরির চেষ্টা করলে নিয়মিত মামলা ও জেল জরিমানা করা হবে।

মন্তব্য ( ০)





  • company_logo