• শিশু সংবাদ

কুড়িগ্রামে নির্মাণাধীন সেফটি ট্যাংকের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • শিশু সংবাদ
  • ০৮ জুলাই, ২০২৪ ১৯:৩৩:০৮

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে নির্মাণাধীন সেফটি ট্যাংকের পানিতে ডুবে রোজা মনি নামে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু ওই এলাকার আহিদুল ইসলাম মেয়ে।

জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে ফুলবাড়ী উপজেলার চর বড়লই ওয়াব্দা বাজার এলাকার এ ঘটনা ঘটে। শিশুটির মা শিল্পী বেগম রান্না ঘরে ভাত খাচ্ছিলেন। এসময় সকলের অগোচরে রোজ মনি ঘর থেকে বের হয়ে উঠানের নির্মাণাধীন সেফটিক ট্যাংকিতে পড়ে যায়। ভাত খাওয়া শেষে শিল্পী বেগম রের হয়ে সেফটিক ট্যাংকির পানিতে রোজামনির মরদেহ ভেসে থাকতে দেখে চিৎকার শুরু করেন। পরে বাড়ীর লোকজন এসে ট্যাংকির পানি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo