• শিক্ষা
  • লিড নিউজ

কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

  • শিক্ষা
  • লিড নিউজ
  • ০৭ জুলাই, ২০২৪ ২০:০৫:৩৬

ছবিঃ সিএনআই

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮ সালের পরিপত্র বহাল ও সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (০৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে বেলা ২.৩০ মিনিটে 'কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক' স্লোগানে ব্যানার-ফেসটুন হাতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে ৫৬% কোটা আমাদের জন্য এক বৈষম্যমূলক কোটা। এই বৈষম্যের বিরুদ্ধে আমার লড়াই চলছে, চলবে।

আন্দলোনরত এক শিক্ষার্থী বলেন, "মুক্তিযোদ্ধাদের দ্বিতীয় ও তৃতীয় প্রজন্ম যারা আছে তাদের চাকরিতে ৩০℅ কোটার কোনো যৌক্তিকতা নাই। যতদিন পর্যন্ত এই বৈষম্যমূলক কোটা সংস্কার করা না হবে। ততদিন পর্যন্ত সারা বাংলাদেশের শিক্ষার্থীদের ন্যায় আমাদের নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে থাকবে।"

উল্লেখ্য, পরবর্তী কার্যক্রম হিসেবে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করবে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

মন্তব্য ( ০)





  • company_logo