• সমগ্র বাংলা

গভীর রাতে রেয়াজউদ্দিন বাজারে আগুন, নিহত ৩

  • সমগ্র বাংলা
  • ২৮ জুন, ২০২৪ ১১:৪৭:০৭

প্রতীকী ছবি

চট্টগ্রাম প্রতিনিধিঃ গভীর রাতে আগুনে তিনজন প্রান হারিয়েছে চট্টগ্রামের ব্যবসায়িক প্রানকেন্দ্র হিসাবে পরিচিত রেয়াজউদ্দিন বাজারে। জানা যায়, গতকাল শুক্রবার ২৭ জুন দিবাগত রাত দেড়টায় মোহাম্মদীয়া মার্কেটে এ ঘটনা ঘটে।

চমেক কলেজ পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আলম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। ৫ তলা ভবনের ১টি বাসা হতে হতাহতরা বের হতে না পারায় তারা প্রান হারায় । বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে আগুনের লিলিহান নিমিষের মধ্যে ছড়িয়ে পড়ে,ফলে কেউ হতাহতদেও উদ্ধারে সাহস পায়নি।

প্রতিদিনের মত তারা ঘুমিয়ে পড়েছে ।কিছু বুঝে উঠার আগেই আগুন। জানেনা, তারা এ ঘুম আখেরী ঘুম। আর জাগবে না তারা। হতভাগা প্রান হারানো এই ৩ জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি । বাকী ২জন সাতকানিয়া অধিবাসী রিদুয়ান (৪৫) ও শাহেদ(১৮) চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রজ্জাক বলেন, রেয়াজ উদ্দিন বাজারের ৪ তলা একটি মার্কেটের ২য় তলার একটি দোকান এ বৈদ্যুতিক শর্ট সার্কিটের সুুত্রপাত আগুনে এ ঘটনা ঘটে।

আজ ২৮ জুন শুক্রবার ভোর ৫টায় ফায়ার সার্ভিস এর ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে।

মন্তব্য ( ০)





  • company_logo