• সমগ্র বাংলা

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু

  • সমগ্র বাংলা
  • ২৮ জুন, ২০২৪ ১৯:৫৩:০৬

প্রতীকী ছবি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সামছুল হক (৩৬) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরের দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষক সামছুল হক ওই এলাকার মৃত বদিউজ্জামানের ছেলে। তিনি কুড়িগ্রামের রাজারহাট ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক।

ওই এলাকার বাসিন্দা সামছুল হক দুলু জানান, নিহত শিক্ষক সামছুল হকের মা বাড়ির উঠোনে বাঁশের কাবারি (ফালি) রেখেছিলেন। সেই কাবারি বাড়ির পিছন পাশে রেখে আসতে যান তিনি। তখন কাবারির সাথে লেগে থাকা বিদ্যুতের ছিঁড়ে যাওয়া তার লাগায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে এলাকার লোকজন মেইনসুইচ বন্ধ করে তাকে উদ্ধার করেন। এরপর তাকে হাসপাতালে নেয়ার পথে চাপারহাটের কাছাকাছি গেলে তিনি মারা যান।

 

মন্তব্য ( ০)





  • company_logo