• সমগ্র বাংলা

কুড়িগ্রামে নালার পানি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা
  • ২৭ জুন, ২০২৪ ২০:২৯:১৩

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের আমিন বাজারের যোগাযোগ মোড় এলাকায় একটি নালার পানিতে ভেসে থাকা আব্দুল জলিল বসা (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আনন্দ বাজার এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে নাগদাহ নালায় মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, ধারনা করা হচ্ছে মরদেহটি ৩ থেকে ৪ দিন আগের হতে পারে। তার মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করা হচ্ছে।

মন্তব্য ( ০)





  • company_logo