• স্বাস্থ্য

কুড়িগ্রামে পুলিশ হাসপাতালে সংযোজিত হল মাল্টি ফাংশানাল মেডিকেল বেড ও সরঞ্জামাদি

  • স্বাস্থ্য
  • ২৫ জুন, ২০২৪ ২১:২৮:০৯

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশে কর্মরত সকল পুলিশ-নন পুলিশ সদস্য ও তাদের পরিবারবর্গের চিকিৎসাসেবা পূর্বের চেয়ে আরো উন্নত করার লক্ষ্যে পুলিশ হাসপাতালকে কেন্দ্র করে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। 

এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম পুলিশ হাসপাতালে নতুন করে সংযোজিত হলো মাল্টি ফাংশানাল আধুনিক মেডিকেল বেড, বিভিন্ন চিকিৎসা সরঞ্জামাদি ও আসবাবপত্র। 

কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মোঃ আখতারুজ্জামান বলেন, ইতিমধ্যেই আমরা পুলিশ হাসপাতালের জন্য উন্নত বেডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জামাদি ও আসবাবপত্র পেয়েছি। ভবিষ্যতে জেলা পুলিশের সকল সদস্য ও তাদের পরিবারবর্গের চিকিৎসার জন্য আমরা খুব তাড়াতাড়ি উন্নত মানের প্যাথলজিক্যাল ল্যাবরেটরি স্থাপন করবো।

মন্তব্য ( ০)





  • company_logo