• খেলাধুলা

আজ বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ারিং করবেন কারা

  • খেলাধুলা
  • ২২ জুন, ২০২৪ ১৯:৩০:৫৪

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ভারতের বিপক্ষে বাঁচামরার ম্যাচ বাংলাদেশের। অস্ট্রেলিয়ার কাছে প্রথম ম্যাচ হেরে যাওয়ায় এখন সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে বাংলাদেশকে জিততেই হবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্বে কারা থাকবেন তা নিয়ে দুদেশের ক্রিকেটপ্রেমীদের কৌতূহলের শেষ নেই।

এবারের বিশ্বকাপে বাংলাদেশ আম্পায়ারদের কিছু ‘অদ্ভুত’ সিদ্ধান্তের শিকার হয়েছে। বিশেষ করে গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে চার রানে হারের ম্যাচে অস্ট্রেলিয়ান আম্পায়ার স্যাম নোগাস্কির সিদ্ধান্তে বাংলাদেশকে ৪ রান খোয়াতে হয়েছিল।

এছাড়া বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচের আম্পায়ারদের ‘বাজে’ সিদ্ধান্ত দেওয়ার রেকর্ডও মন্দ নয়। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ‘সেই’ আলোচিত নো বলের কথা নিশ্চয়ই মনে আছে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের।

তবে এবার বাংলাদেশ-ভারত ম্যাচে দায়িত্বপ্রাপ্ত আম্পায়াররা নিশ্চয়ই চাইবেন না তেমন কোনো ঘটনার পুনরাবৃত্তি হোক। আজ সুপার এইটে বাংলাদেশ-ভারত ম্যাচে অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের মাইকেল গফ ও দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক।

এছাড়া টিভি আম্পায়ার হিসেবে থাকবেন জিম্বাবুয়ের ল্যাংটন রুসেরে। চতুর্থ আম্পায়ারের দায়িত্বে রয়েছেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো। আর ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন শ্রীলংকার রঞ্জন মাদুগালে।

উল্লেখ্য, বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৮টায় অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ ও ভারত।

 

মন্তব্য ( ০)





  • company_logo