• সমগ্র বাংলা
  • লিড নিউজ

সাতকানিয়া থেকে ১৫ দিনের মধ্যে কিশোরগ্যাং মুক্ত করার নির্দেশ 

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ২২ জুন, ২০২৪ ১৩:২২:১৯

ছবিঃ সিএনআই

সাতকানিয়া প্রতিনিধিঃ সাতকানিয়া থেকে ১৫ দিনের মধ্যে কিশোর গ্যাং ও মাদকমুক্ত করতে হবে এমন নির্দেশ দেন প্রশাসন কে। শুক্রবার(২১জুন) বিকেলে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট শপিং সেন্টারের সামনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী পুলিশ প্রশাসনের উদ্দেশে বলেন, '১৫ দিনের মধ্যে এই সাতকানিয়া এলাকাকে কিশোর গ্যাং ও মাদকমুক্ত করতে না পারলে আপনাদের এখানে থাকার অধিকার আছে বলে আমি মনে করি না। বারবার বলা হয়, তারপরও আপনারা কেন ব্যবস্থা নেন না? কী কারণে নেন না? কোন উদ্দেশ্যে নেন না? কার কথায় নেন না? আমি জানতে চাই।'

প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আরও বলেন, '১৫ দিনের মধ্যে এই পরিস্থিতির যদি পরিবর্তন না হয়, তাহলে আমি মনে করব আপনারা অন্য কারও এজেন্ডা বাস্তবায়ন করছেন। সুতরাং আমি আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব। আমি এখন মন্ত্রী। আপনাদের নির্দেশ দিচ্ছি, ১৫ দিনের মধ্যে সাতকানিয়াকে কিশোর গ্যাং ও মাদকমুক্ত করতে হবে।'

সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক আবদুর রহিম, সদস্য আ.ম.ম মিনহাজুর রহমান, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ, দোহাজারী পৌরসভার মেয়র লোকমান হাকিম, কেঁওচিয়া ইউপি চেয়ারম্যান ওচমান আলী, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী, কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইউনুচ প্রমুখ।

মন্তব্য ( ০)





  • company_logo