• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি
  • ১৩ জুন, ২০২৪ ১৯:৩৯:৫৫

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃকুড়িগ্রামের উলিপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রিয়াদ ওরফে ফরিদুল ইসলাম(২৭)কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মাদারটারী গ্রামের আব্দুল মজিদের ছেলে ফরিদুল ইসলামের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইন ২০১৮ এর ৩ ধারায় মামলা করেন বানেছা বেগম। বিজ্ঞ আদালত আসামীকে ২০২৩ সালের ১২ অক্টোবর সাক্ষ্য প্রমানের ভিত্তিতে ২ বছরের সশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

 মামলার পর থেকে আসামী দীর্ঘ ১ বছর ৯ মাস পলাতক ছিলেন। বুধবার(১২ জুন) সকালে এএসআই সোহাগ পারভেজসহ সংগীয় ফোর্স তথ্যপ্রযুক্তির মাধ্যমে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মাষ্টার বাড়ী আবাসিক এলাকা থেকে পলাতক ফরিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার(১৩ জুন) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo