• অপরাধ ও দুর্নীতি

খানসামায় র‌্যাবের অভিযানে দুই চাঁদাবাজ ধরা

  • অপরাধ ও দুর্নীতি
  • ১৩ জুন, ২০২৪ ১৭:৩৮:৫৬

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামা সড়কে চাঁদাবাজীর সময় র‌্যাবের অভিযানে ২ জন চাঁদাবাজ আটক হয়েছে। আজ বৃহস্পতিবার চালায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ১৩ এর নীলফামারী ক্যাম্পের সদস্যরা।

র‌্যাব ১৩ এর উপ-পরিচালক (মিডিয়া)স্কোয়াড্রন লীডার মাহমুদ বশির আহমেদ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ এর নীলফামারী সিপিসি ২ ক্যাম্পের সদস্যরা  দিনাজপুর জেলার খানসামার ১নং আলোকঝাড়ী ইউনিয়নের জিয়া সেতুর পশ্চিম প্রান্তে  মেগাসুইট হোটেলের সামনের রাস্তার উপর চাঁদাবাজীর সময় দুজনকে আটক করেছে। 

আটক দুজনের মধ্যে আমিনুল ইসলাম (৩০) বীরগঞ্জের বড়করিমপুর গ্রামের আব্দুস সালামের ছেলে এবং বিপ্লব ইসলাম (২০) খানসামার গোবিন্দপুরের ইয়াকুব আলীর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, দীর্ঘদিন  যাপত আন্তঃজেলা বাস, ট্রাক অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজীর কথা স্বীকার করেছে তারা  আটক দুজনের কাছে চাঁদার টাকাসহ চাঁদা আদায়ের কাজে ব্যবহৃত বই উদ্ধার করা হয়েছে। ওই দুজনকে খানসামা থানায় হস্তান্তরসহ ১৮৬০ পেনাল কোড ৩৮৫/৩৮৬/৩৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

 

 

মন্তব্য ( ০)





  • company_logo