ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পরে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছে বাংলাদেশ। আজ তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। সুপার এইটে নিশ্চিত করতে আজকের ম্যাচটি লাল-সবুজের দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এদিকে বিশ্বকাপের আগে থেকেই ব্যর্থতার বৃত্তে আটকে আছে বাংলাদেশের টপ অরড়ডার ব্যাটাররা, একই অবস্থা লক্ষ্য করা গেছে সবশেষ তিন ম্যাচেও।নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগারদের অধিনায়ক নাজমুল শান্ত। তিনি নিজেও দীর্ঘদিন ধরেই ফর্মে নেই। ডাচদের বিপক্ষে গুরুত্বপূর্ন ম্যাচের আগে তাই স্বাভাবিকভাবেই অধিনায়ককে প্রশ্ন করা হয় টপ অর্ডার ব্যাটারদের ফর্মহীনতা নিয়ে।
বাংলাদেশ দলের ব্যাটিং প্রসঙ্গে শান্ত বলেন, ‘সত্যি কথা বলতে ২-৩ জন ভালো করছে। লিটন একটা ইনিংস ভালো ব্যাট করেছে, হৃদয় ভালো ব্যাটিং করছে, রিয়াদ ভাই ভালো টাচে আছে। টি-টোয়েন্টিতে আমার কাছে মনে হয় যে ভালো করতেসে ওই দিনটাতে তার খেলাটা শেষ করাটা গুরুত্বপূর্ণ।’
দলের ৭ জন ব্যাটারই ভালো করবে এমন আশা তিনি কখনো করেন না জানিয়ে শান্ত আরও বলেন, ‘আমি কখনও আশা করব না ৭ জন ব্যাটারই ভালো খেলবে। আমি চাই যে সেট হচ্ছে সে যেন শেষ করে আসে। অবশ্যই উপর থেকে ভালো হলে ভালো, তবে আমি চাই যে সেট হচ্ছে ও যেন খেলাটা শেষ করে।’
এদিকে শান্ত নিজেও দীর্ঘদিন ধরেই আছেন অফ-ফর্মে। বিশ্বকাপেও চলছে একই ধারা। তবে এ নিয়ে তিনি বাড়তি চিন্তায় নেই জানিয়ে বলেন, ‘অবশ্যই (আমার) ব্যাটিংটা ভালো হয়নি। রান করতে হবে ব্যাটার হিসেবে। বাড়তি কোনো চাপ ফিল করছি না। যদি শুরু পাই অবশ্যই দলের জন্য ভালো কিছু করার চেষ্টা করব।’
ফরিদপুর প্রতিনিধিঃ চার দফা দাবিতে দেশব্যাপী ম্য...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেল...
বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃব...
রংপুর ব্যুরোঃ বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটি সদস্য ...
মন্তব্য ( ০)